- মিনায় স্পেশাল বাস সার্ভিস।
- মিনায় ভিআইপি তাবু।
- মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল ( দুরত্ব ৯০০ মিটারের মধ্যে )
- মদিনায় ৩* মানের হোটেল ( দুরত্ব ৫০০ মিটারের মধ্যে মাকাজিয়া )
সকল প্যাকেজের জন্য অন্যান্য সুবিধাদিঃ
এয়ার টিকেটঃ সৌদি বিমান/বাংলাদেশ বিমান/নাছ এয়ার।
আহারঃ সৌদি আরব কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দেশীয় বাবুর্চির তত্ত্বাবধানে উন্নতমানের ৩ বেলা রুচিসম্মত খাবার ও সর্বক্ষণ চায়ের সুব্যবস্থা থাকবে।
আরাফায় ৮-১৩ জিলহজ্ব সৌদি আরব কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোয়াল্লেমর তত্ত্বাবধানে মিনা ও আরাফা শীতাতপ নিয়ন্ত্রিত তাবু ও ৩ বেলা খাবার পানীয় ও চায়ের সুব্যাবস্থা থাকবে।
লোকাল যাতায়াতঃ জেদ্দ-মক্কা, মক্কা-মদিনা, মীনা-আরাফা- মুজদালিফা যাতায়াতরে জন্য মোয়াল্লেম র্কতৃক নির্ধারিত শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সুব্যবস্থা থাকবে।
জিয়ার মক্কাঃ জাবল-ই-নুর, জাবল-ই-সুর, জালব-ই-রহমত, মসজিদুল নামিরা, মিনা, মসজিদুল খাইফ, মুযদালফিা, জান্নাতুল মোয়াল্লা, জিন মসজদি ইত্যাদি দর্শনীয় স্থান সমূহ।
জিয়ারা মদিনাঃ মসজিদুল কুবা, মসজিদুল কিবলাতাইন, উহুদের ময়দান, মসজিদুল জুম্মা, খন্দক ময়দান, জিন পাহাড় ইত্যাদি স্থান সমূহ।
উপহার সামগ্রীঃ প্রত্যেক হাজীসাহেবগণদের উপহার হিসেবে দেওয়া হবে ট্রলিব্যাগ, কেবিন ব্যাগ,ছোট কাধের ব্যাগ, মিনা ব্যাগ, পাথরের ব্যাগ, জুতার ব্যাগ, ১ সেট ইহরামের কাপড় ও মহিলাদের জন্য একটি হিজাব।
বিশেষ দ্রষ্টব্যঃ পরবর্তীতে বাংলাদেশ ও রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতে খরচ বৃদ্ধি করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে যাত্রীদের পরিশোধ করিতে হইবে। এয়ারলাইন্স কর্তৃপক্ষের কারণে ফ্লাইটের নির্ধারিত তারিখ পরিবর্তন কিংবা ফ্লাইট বাতিল হলে সেক্ষেত্রে হজ্ব এজেন্সীকে দায়ী করা যাবে না।